বছরের শুরুতেই ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
নতুন বছরের প্রথম সকালে ক্যালেন্ডারের পাতায় নতুন তারিখের সঙ্গে সঙ্গে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে নতুন বই পাওয়ার আনন্দ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে উৎসবমুখর পরিবেশ না থাকলেও বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ঝকঝকে নতুন পাঠ্যবই।
হবিগঞ্জের চুনারুঘাটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, চলতি শিক্ষাবর্ষে চুনারুঘাট উপজেলার ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চা-বাগান, এনজিও পরিচালিত বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনের শিক্ষার্থীদের জন্য মোট ২ লাখ ১২ হাজার ২৩৫টি পাঠ্যপুস্তক বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৫ হাজারের বেশি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বই দ্রুত সময়ের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। নতুন বইয়ের ঘ্রাণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনেক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে বই দেখিয়ে আনন্দ ভাগাভাগি করে।
অভিভাবকরা জানান, বছরের শুরুতেই বিনামূল্যে পাঠ্যপুস্তক পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। শিক্ষার মানোন্নয়নে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নতুন বই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করবে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়াবে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।




