সিলেটে জমে উঠেছে ভোটের লড়াই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সিলেটে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রত্যেক দলের নেতারা নিজেদের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটের মাঠে অনানুষ্ঠানিকভাবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। যদিও মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর সিলেটের ভোটের চিত্র কিছুটা পরিবর্তন হতে পারে। তবুও একথা পরিষ্কার যে, সিলেটে নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করতে শুরু করেছে।
জানা গেছে, সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রায় অর্ধশত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সে দিনেই প্রতিটি আসনে একে একে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। তফসিল ঘোষণার পর থেকেই সিলেটে রাজনৈতিক দলগুলোর মধ্যে কৌশলী প্রচারণা শুরু হয়েছে এবং দিনে দিনে তা আরও জোরালো হচ্ছে।
দেখা গেছে, প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা, দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, গণঅধিকার পরিষদসহ একাধিক রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা সিলেটের ছয়টি আসনে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিদিন নির্বাচনী এলাকার কোথাও না কোথাও চালাচ্ছেন উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় ইত্যাদি। সব মিলিয়ে সিলেটের ভোটের লড়াই জমে উঠেছে- একথা বলাই যায়।
অন্যদিকে আগামী দিনগুলোতে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হলে সিলেটের ভোটারদের সামনে কেমন চিত্র দাঁড়াবে- তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সিলেটের ছয়টি আসনে কে এগিয়ে থাকবেন, কার পক্ষে ভোট পড়বে, তা নিয়ে রাজনীতি বিশ্লেষকরা ইতিমধ্যেই পূর্বাভাস দিতে শুরু করেছেন। তবে, তারা এমন ইঙ্গিতও দিয়েছেন যে, প্রার্থীদের প্রচারণা ও দলীয় তৎপরতার উপর অনেক কিছু নির্ভর করছে।
গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেখা গেছে, জমা দিতে আসা এই ৪৭ প্রার্থী নেতাকর্মীদের নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ছয়টি আসনে ৫৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ৪৭টি জমা পড়েছে। শীঘ্রই জমা পড়া এই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে এবং তারপর সিলেটের ভোটের মাঠ আরও গরম হবে বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন এবং সবাই মনোনয়ন জমা দিয়েছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা পড়েছে ৯টি। সিলেট-৪ আসনে ৮ জনের মধ্যে ৭ জন, সিলেট-৫ আসনে ৮ জনের মধ্যে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জনের মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে ছয়টি আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল গ্রহণ এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
২১ জানুয়ারির পর থেকেই শুরু হবে আসল লড়াই। প্রচারণা যুদ্ধে কে কেমন করেন, কার কৌশল কি হতে পারে তার উপর কিন্তু ফলাফলের অনেক কিছু নির্ভর করছে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




