মধ্যনগরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ বিশেষ “ডেভিল হ্যান্ট” অভিযানে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সনদ কুমার (৪৫), মধ্যনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও চামারদানী ইউনিয়নের চামারদানী গ্রামের করুনাময় সরকারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত বছরের একটি রাজনৈতিক মামলায় চামারদানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা সনদ কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়




