নিজেদেরকে দেশের সম্পদ হিসেবে রূপান্তর করতে হবে- জিয়াউল হাসান
ডেস্ক নিউজ:
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুচারুভাবে ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলায় ১৩ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য মৌলিক-প্রশিক্ষণের অষ্টম ধাপ।
সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। প্রধান অতিথি বাহিনীর মহাপরিচালককের গৃহীত উন্নয়ন ও সংস্কার কাজ সমূহ তুলে ধরে তার বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
বক্তব্যের শুরুতে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উক্ত কোর্সে স্বাগত জানিয়ে বাহিনীর ইতিহাস ঐতিহ্য ও চলমান কার্যক্রম ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সম্যক ধারণা প্রদান করেন এবং উক্ত অঞ্চলের তুলনামূলক সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা যেন অত্যন্ত দৃঢ় মানষিকতা নিয়ে, স্বপ্ন, প্রজ্ঞা এবং অধ্যবসায়ের মাধ্যমে এই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলসমূহের জ্ঞান অর্জন করে এবং পরবর্তীতে বাহিনীর এডভান্স কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সামগ্রিকভাবে দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
আনসার ও ভিডিপি সদস্যরা সমাজের তৃণমূল পর্যায় থেকে উঠে আসে এবং তারা তাদের নিজ নিজ এলাকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে এবং যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে দেশ সেবায় সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি প্রশিক্ষণে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন ।
তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালকের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। তিনি মহাপরিচালকের সৃজনশীল ও প্রজ্ঞাবান এবং কল্যাণধর্মী উদ্যোগ সঞ্জিবন ও প্রান্তিক শক্তি নিয়ে বিশদ আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদেরকে প্রস্তুত করার অংশ হিসেবে এ প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করার আহবান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন – আনসার ওয়েলফেয়ার ট্রাষ্টকে অনেক শক্তিশালী, যুগোপযোগী ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে যার সুফল সবাই পাবে।
তিনি আরো বলেন, একজন খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং একজন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সামাজিক শিষ্টাচার, বিবেক, মূল্যবোধ, সততা এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের দেশের সম্পদ হিসেবে রূপান্তর করতে হবে এবং অনুকরণীয় ব্যক্তিত্ত্ব হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহনেওয়াজ , সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন।উল্লেখ্য যে,উক্ত প্রশিক্ষণে সিলেট জেলার ১৩ টি উপজেলা থেকে শতাধিক আনসার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
সিলেট/আবির





