যারা মেধায় এগিয়ে যাবে তারা শুধু দেশ নয়, পুরো বিশ্বকে নেতৃত্ব দিবে: প্রফেসর চৌধুরী মামুন আকবর
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণকুশিঘাটে প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, আগামীর পৃথিবী হচ্ছে মেধাবীদের জন্য। যারা মেধায় এগিয়ে যাবে তারা শুধু দেশ ও সমাজ নয়, পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। তাই আমাদের প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের মেধাকে শানিত করবে।
তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদে প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংস্থার সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ টিপু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস উত্তীর্ণ একই গ্রামের ৬ ছেলে-মেয়ের মধ্য থেকে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাহেলা খাতুন সুপি, ৩৯তম বিসিএস ( স্বাস্থ্য) উত্তীর্ণ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ টি এইচ নিশিতা, ৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মাহমুদুল হাসান জুবায়ের, ৪২তম বিসিএসে (স্বাস্থ) উত্তীর্ণ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ সাকেরা খাতুন রুপি, ৪৮তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত ডাঃ সাজেদা বেগম ও ৪৮তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত ডাঃ সাহিদা খাতুন রিনি। অনুষ্ঠান শেষে বিসিএসে ঠাঁই প্রাপ্ত একই এলাকার ৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
ক্বারি মাওলানা শিব্বির আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল মালিক মনু, সোহেল আহমদ রিপন, সাবেক সভাপতি হাদিউজ্জামান মটন, হাজী আব্দুল আহাদ, আব্দুস সালাম, পিয়ার উদ্দিন পিয়ার, শংকর সিংহ ও মোঃ সাহাব উদ্দিন প্রমূখ।
সিলেটসংবাদ/হা




