মাধবপুরে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা দিলেন বিএনপি নেতা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস-২ এর অভিযানে এক ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এক বিএনপি নেতা দলবল নিয়ে গ্রেফতারে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবপুর থানার এসআই বিজয় এর নেতৃত্বে পুলিশের একটি দল বাঘাসুরা ইউনিয়নের বাদশা কোম্পানির গেইটের সামনে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউসার আহমেদ (২৬) কে গ্রেফতার করেন।
সে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো: জহির মিয়ার পুত্র।
গ্রেফতারের সময় বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের মাধবপুর কোর্টের এপিপি সাজেদুর রহমান সজল দলবল নিয়ে পুলিশকে বাধা দেয়। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর মোর্শেদ খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন। বাঘাসুরা ইউনিয়নের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী জানান, “এডভোকেট সাজিদুর রহমান সজল এলাকার সব আওয়ামী লীগের নেতাকর্মীদের সেন্টার দেয়।”
এব্যাপারে এডভোকেট সাজিদুর রহমান সজল বলেন, “ডেভিল ধরতে আমি বাধা দেইনি, আমি বলছি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তাদেরকে ধরেন। সে ত ডেভিল নয়।”
থানার ওসি মো: মাহবুবুর মোর্শেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, “ধৃত আসামিকে থানায় নিয়ে এসেছি। তবে বিএনপির লোকজন যদি অপারেশন ডেভিল হান্টে বাধা দেয় তাহলে আমরা কিভাবে কাজ করবো? “




