সুনামগঞ্জে ভারতীয় ৩১টি গরু, নৌকাসহ আটক ২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
ভারত থেকে চোরাই পথে আনা ৩১টি গরু সুনামগঞ্জের সুরমা নদী পথে পাচারের সময় গরুসহ একটি নৌকার সাথে জড়িত ২ জনকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১টি গরুর মূল্য ৩০ লাখ টাকা।
বুধবার বিকেলে জামালগঞ্জের জয়নগর বাজার এলাকার সুরমা নদী থেকে আটক করা হয়।
এসময় দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী (৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া (২০) কে আটক করা হয়েছে।
এর পূর্বে দোয়ারা বাজার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্তের চিহ্নিত চোরাকারবারিরা গরুগুলো এনে নৌকা যোগে পাচার করে। এছাড়াও ভারত থেকে অবৈধ ভাবে গরু,মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে এনে পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায় চিহ্নিত চোরাকারবারিরা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর বাজারের নদীতে চোরাকারবারী চক্রের ২ চোরাকারবারী এবং অবৈধ ৩১টি ভারতীয় গরুর চালানসহ নৌকাটি আটক করে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রতন শেখ। তিনি জানান, গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা করা। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।




