২ ভাইকে হত্যা করতে খুনিরা ছুড়ল ৪৮ রাউন্ড গুলি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের জাফরাবাদ এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়ে গত সোমবার রাতে দুই ভাইকে হত্যা করা হয়। দুই ভাই মোহাম্মদ ফাজিল (৩১) এবং তার ভাই নাদিম (৩৩) মায়ের সঙ্গে বাইরে রাতের খাবার খেতে বের হওয়ার সময় তাদের চাচাতো ভাইসহ তিনজন লোক তাদের ওপর গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রায় ৪৮টি গুলি ছোড়ে বলে অভিযোগ। এর মধ্যে ৩৫টি গুলি দুই ভাইয়ের শরীরে বিদ্ধ হয়েছে।
তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে আসাদ এবং নাদিমের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। নাদিম শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল… হাঁটতে পারত না বলে ওয়াসিম উল্লেখ করেন। পাঁচ বছর আগে নাদিমের একটি দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে নাদিম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল।
এদিকে এই ঘটনায় জাফরাবাদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তা জানান, ‘কয়েক মিনিটের মধ্যেই তাদের লক্ষ্য করে প্রায় ৪৮টি গুলি চালানো হয়। ফাজিল ঘটনাস্থলেই মারা যান। তবে নাদিম জেপিসি হাসপাতালে নেওয়ার পর মারা যান।’
পুলিশ জানিয়েছে, নাদিমের জ্যাকেটের ব্যবসা রয়েছে। পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবারও ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও আছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং আসামিদের ধরতে ছয়টি বিশেষ টিম গঠন করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় জাফরাবাদ থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১০৩(১) এবং ৩(৫) ধারা এবং অস্ত্র আইনের ২৫ এবং ২৭ ধারার অধীনে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে ছয়টি দল মোতায়েন করা হয়েছে বলে কর্মকর্তারা বলেন। অবৈধ অস্ত্রের ব্যবসা নিয়ে আসাদের সঙ্গে ফাজিল ও নাদিমের কোনো নতুন বিবাদ তৈরি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।




