মাধবপুরে ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত জিরার বাজার মূল্য ৩৬ লক্ষ ৪৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভিতরে সিলেট-ঢাকা মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর ১ টার দিকে একটি ডাম্প ট্রাক আসতে দেখে ট্রাকটি থামানোর সংকেত দেওয়া হয়। তল্লাশী করার সময় বালিতে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”




