বিজয় দিবসে সিলেটে জেলা প্রশাসনের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
বিজয় দিবসকে কেন্দ্র করে বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেটের জেলা প্রশাসন।
এতে বলে হয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সিলেটের সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার এবং বাণিজ্যিক ভবনে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
সরকারি এই নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক।
সিলেট সংবাদ/আবির




