বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
বিজয়ের মাস উপলক্ষে একঝাঁক তরুণদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট’ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় সিলেট বিভাগের সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলার ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও অত্র সংগঠনের উপদেষ্টা বেল্লাল হোসেন। এসময় তিনি বলেন, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের যুগোপযোগী প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত চমৎকার। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে বিজয়ের মাস উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার সফলতা কামনা করছি। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি থেকে আমাদের প্রত্যেকের জানা উচিত যে, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি অনেক উপকার করে। যার মধ্যে অন্যতম আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত অক্সিজেন দিয়ে থাকে।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠাকাল হতে আজ অবধি মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে এ স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সেসকল বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয়ের মাসে আমাদের ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।বৃক্ষ রোপণ, ফ্রি ব্লাড ক্যাম্পিং, রক্তদানে উৎসাহিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনায় ও জীবিতদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল। আজ আমরা বৃক্ষ রোপণ করার মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু করলাম। এখানে ফলদ গাছ লাগানো হয়েছে। তাই গাছ থেকে অক্সিজেনের পাশাপাশি ফল ও পাওয়া যাবে। যা দেহের পুষ্টি পূরণে সহযোগিতা করবে। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি আদনান হাদি বলেন, বিজয়ের মাসে বৃক্ষ রোপণ করে আমরা শহীদ ও জীবিত মুক্তি যোদ্ধাদের স্মরণ করছি৷ পাশাপাশি দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মানুষের অক্সিজেনের চাহিদা পূরণে গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের সদস্য মেরাজুল ইসলাম পাভেল,সুয়েব,তামিম, নুরুল হুদা প্রমুখ।
সিলেটসংবাদ/হা





