শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেখঘাট যুব সংঘের আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক প্রচার সম্পাদক জনাব মাসুম আহমদের রুহের মাগফেরাত কামনা করে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব পারভেজ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি জনাব আব্দুল কাদির ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জনাব আজমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কাশেম, জনাব শামিম আহমদ, জনাব আব্দুল মালিক ।
বক্তারা বলেন ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই হত্যকান্ডের মাধ্যমে সুপরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করা হয়েছে। যার ফলশ্রুতিতে জাতি তার কাংখিত নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে এবং বাংলাদেশ তার স্বাভাবিক গতি থেকে পিছনে যেতে বাধ্য হয়েছে এছাড়াও সংগঠনের সাবেক প্রচার সম্পাদক জনাব মাসুম আহমদের স্মৃতি চারন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু, যুব ও ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম, মানব সম্পদ ও আইটি সম্পাদক মাসুম আহমদ সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ।
আলোচনা শেষে শহীদদের ও সাবেক প্রচার সম্পাদক জনাব মাসুম আহমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেটসংবাদ/হা





