তাহিরপুরে ১২ মামলার আসামী সোহাগ আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে হত্যা,ধর্ষণ, ডাকাতি, চুরি, চোরাকারবারি, মারামারি সহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি মো আর্শ্বাদুল ইসলাম সোহাগ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাদাঘাট ইউনিয়নের জইতপুর গ্রামের মো আকরাম আলীর ছেলে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলার বাদাঘাট পুলিশ ফাড়ির বিশেষ অভিযানে চালিয়ে ভোর রাতে গ্রেফতার করা হয়।
বাদাঘাট পুলিশ ফাড়ি ইনচার্জ মো হাফিজুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে হত্যা, ধর্ষণ, নারী শিশু, চুরি, ডাকাতি, মারামারি সহ এক ডর্জন মামলার পলাতক আসামি আরশাদুল ইসলাম সোহাগকে বাদাঘাট ইউনিয়নের জইতপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা নং-১১ তারিখ ২০/৯/২৫ইং।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল হক বলেন, একাধিক মামলা পলাতক আসামি আরশাদুল ইসলাম সোহাগকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।





