সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. এমরান চৌধুরী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারিয়া বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমরান চৌধুরী মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার বাদশার ছেলে।
তার দুই সন্তান রয়েছে।
এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।




