ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, পিটিআইসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। এটি গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।
আরও বলা হয়েছে, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ রান্নাঘর এবং তার আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েকজন পর্যটকের দেহও উদ্ধার করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার সাংবাদিকদের বলেছেন, ‘আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন।’
কয়েকজন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে। তাদের নাম-পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বিবৃতিতে তিনি বলেছেন, ‘গোয়ার সব বাসিন্দাদের জন্য আজকের দিনটি বড় দুঃখজনক একটি দিন। যারা স্বজন ও ভালোবাসার মানুষ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’
রাজ্য সরকার ইতোমধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে জানিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’




