৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
নামেই যুদ্ধবিরতি চলছে গাজায়। ইসরাইলের নির্বিচার হামলা বন্ধে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে সেটি শুধু কাগজে কলমেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে গাজায় প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী। এসময়ে মারা গেছেন ৩৫৭ ফিলিস্তিনি। ধংস হয়েছে হাজারো বাসস্থান।
গাজা সরকারের মিডিয়া অফিসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই কয়েক সপ্তাহে ৫৯১ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এসব লঙ্ঘন হয়েছে বিমান, আর্টিলারি হামলা এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে।
মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরাইল—১৬৪ বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে, ২৫ বার ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে, ২৮০ বার গাজায় বোমাবর্ষণ ও গোলাবর্ষণ করেছে এবং ১১৮টি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস করেছে।
গত এক মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। এ ছাড়া গাজাজুড়ে মানবিক সহায়তা ব্লক করা, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরাইল। প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে।
অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল ও হামাস। এর একটি দফায় ‘বিমান ও গোলা হামলাসহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার’ কথা বলা হয়েছে। কিন্তু তা মানছে না ইসরাইল।




