সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ গ্রেফতার ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে সোমবার সোমবার (১ ডিসেম্বর) রাতে রশিদপুরে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় পেঁয়াজ বহনকারী দুটি পিকআপ থেকে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজের বাজার মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ওলীপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহরম আলী (২৫), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার জালালপুর এলাকার খালিছ মিয়ার ছেলে সাইফুল আলম (৩৪), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (১৯)।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুটি পিকআই থেকে বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ হাজার ২২০ কেজি। বাজার মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা ।





