রেডক্রিসেন্ট সিলেটের নেতৃত্বে সেলিম-মাহবুব
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন উৎসব মুখোর পরিবেশে (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সহ সভাপতি পদে বদরুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৫টি সদস্য পদে যারা নির্বাচিত হলেন- আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম. একে এম কামরুজ্জামান ও পারভেজ আহমদ। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীল সারদা হলে উৎসবের ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ।





