কানাইঘাট ভারতীয় ২৯ বস্তা পিঁয়াজ সহ গ্রেফতার ১
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
সিলেটে কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় ২৯ বস্তা পিঁয়াজ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, কানাইঘাট জৈন্তাপুর সার্কেলের এএসপি সালমান নুর আলমের দেওয়া তথ্য ও নির্দেশনার ভিত্তিতে ভারতীয় ২৯ বস্তা ১৩০৫ পিঁয়াজবাহী পিকাআপ শুক্রবার দিবাগত রাতে নন্দিরাই বাইপাস মোড় হতে থানার এসআই এসআই সোহাগ চৌধুরী সহ একদল পুলিশ।এসময় পিকআপ গাড়ী জব্দসহ পিকআপ গাড়ীর চালক আসামী শাহিদুল ইসলাম (২৬)কে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ও ধৃত আসামীসহ থানায় নিয়ে এসে পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের মাধ্যমে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়।থানার মামলা নং-১৫(১১)২৫।
উক্ত আসামীকে শনিবার সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




