মাধবপুরে ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর থেকে ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করে।
র্যাব জানায়, চুনারুঘাট থেকে মাধবপুরগামী সড়কে সন্দেহভাজনভাবে কালো ব্যাগসহ এক ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহন পাচি (২০), পিতা শিরপ্রসাদ পাচি, তেলিয়াপাড়া চা-বাগান এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ ও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত মাদক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





