সিলেট সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
সিলেট সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ও ১৩ নভেম্বর রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি— কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিলের টহলদল সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।
এ সময় ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াশ, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করা হয়।
অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও তিনটি গাড়ি জব্দ করে।
বিজিবির হিসাব অনুযায়ী, এসব অভিযানে জব্দকৃত মালামালের সিজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা সমপরিমাণ।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। জাল টাকা পাচার রোধ ও সীমান্তে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট সংবাদ/আবির




