গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা পরিত্যক্ত ভবনটির দেওয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতিতেও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়।
এর আগে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে ভবনটি পরিত্যাক্ত অবস্থাতেই ছিল।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় কড়া প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহথেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে র্যাব ও সেনা সদস্যরাও।
পাশাপাশি সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়তের নেতা–কর্মীরা। কোথাও কোথাও আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতেও দেখা গেছে তাদের।




