নিখোঁজ সেই ব্যাংক কর্মকর্তাকে মাদারীপুরে হোটেল থেকে উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অফিসে কাজে গিয়ে দুদিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ নভেম্বর) সকালে সৈয়দ নাঈম রহমান অফিসে যোগ দেন। দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। তার নিখোঁজের খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে মাদারীপুরের ‘রয়েল রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।
আবাসিক হোটেল রয়েল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, রোববারই তাদের হোটেলে ওঠেন নাইম। এ সময় তিনি জানান, একটি চাকরির পরীক্ষা রয়েছে। দুই থেকে তিন দিন হোটেলে থাকবেন। অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাইম।
কর্তৃপক্ষ আরও জানায়, হোটেলের রেজিস্ট্রারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। বাবার নাম লিখেছেন সৈয়দ মোস্তাফিজুল রহমান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।





