তারেক রহমান বিদেশে থেকেও সংগঠনগুলোকে সুসংগঠিত রেখেছেন: এম এ মালিক
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
তারেক রহমান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। কোটি কোটি জনতা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি দেশের বাইরে থেকেও সংগঠনগুলোকে সুসংগঠিত রেখেছেন। ইনশাআল্লাহ নভেম্বরের শেষ দিকেই তিনি দেশে ফিরবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্টে এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
০১ নভেম্বর ২০২৫ (শনিবার) বিকালে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এসব কথা বলেন। তাঁর উপস্থিতিতে পুরো সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বক্তব্যে এম এ মালিক বলেন, “দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ—এই তিন উপজেলার মানুষ আজ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। তারা চান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। এজন্য তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই নির্বাচন হলে দেশের জনগণের ভোগান্তি কমবে—এটাই আমাদের অবস্থান।”
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সিলেট জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতার নির্বাচনী প্রচারণায় বিএনপির বহিস্কৃত নেতার প্রবাসীদের নিয়ে বিতর্কিত “দেশি না বিদেশি” স্লোগানের তীব্র বিরোধিতা করে কেন্দ্রের কাছে সাংগঠনিক পদক্ষেপ দাবি করে প্রবাসী নেতাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়তে ও আন্দোলনের অর্থ জোগানের প্রশংসা করে।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ তিন উপজেলার নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ঘটান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকবুল মিয়া, যুগ্ম সম্পাদক আজমান আলী জুয়েল, সহ দপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সিরাজুল ইসলাম খছরু, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটন,ড: আক্তার হোসেন উস্তার, ,দপ্তর সম্পাদক আল কাওছার হাবিব টিটু,অর্থ সম্পাদক রিপন আহমদ, , কৃষি সম্পাদক ছলছু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল হাই সিরাজ, উপজেলা জাসাস এর আহবায়ক জামাল আহমদ রুমেল,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন শেখ মামুন, কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বাহার চৌধুরী, , দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অলিউর রহমান, দক্ষিণ সুরমা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, তেতলি ইউনিয়ন চেয়ারম্যান অলিউর রহমান, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজনীতি/হা




