জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই : মেজর হাফিজ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই, কারো কারো প্রয়োজন হতে পারে। দেশের প্রয়োজন একটা নির্বাচন। শনিবার (১ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় এই কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু বিএনপি মেনে নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দেশ অদ্ভুত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এ জন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।
ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মেজর হাফিজ।




