ছাতকে বিদেশি রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
 
 অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রাত ২টার দিকে ছনবাড়ী বাজারের নিকটবর্তী একটি বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
সিলেট সংবাদ/আবির





