গোয়াইনঘাটে আল আমীন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার
 
 সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“adjust”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
সিলেটের গোয়াইনঘাটে সেনা ও পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ আলী ওরফে আল আমিন হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
ওসি জানান, আহারকান্দি গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী ওরফে আল আমিন (৩০) নামে এক যুবক নিহত হন। নিহত আল আমিন ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহারকান্দি বাজারের দোকানের পেছনের জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা মিয়া ও নুর হোসেনের পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে দুইজনকে আটক করে। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় আরও চারজনকে গ্রেফতার করা হয়।
ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ধারালো দা, লাঠিসহ বিপুল পরিমাণ নগদ মুদ্রা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে।
সিলেট সংবাদ/আবির





