শাবিপ্রবিতে ৩ দিন ব্যাপী খাল ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান
 
 সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সেবামূলক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’ এর উদ্যোগে ৩ দিনব্যাপী খাল ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শুক্রবার( ৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভিযানে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার খালে জমে থাকা আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালান।
এ বিষয়ে ‘ভয়েস ফর জাস্টিস’র সভাপতি মমিনুর রশিদ শুভ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিজের চারপাশ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্য। আমাদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।’’
বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক আবুল হাসনাত বলেন, ‘ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থী- কর্মকর্তা সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকান-পাট থেকে ওয়ানটাইম গ্লাস ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।’
সংগঠনটির সদস্যরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ টেকসই ক্যাম্পাস গঠনের অন্যতম শর্ত। ‘Clean and Green Movement’ উদ্যোগের অংশ হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
শিক্ষাঙ্গন/আবির





