সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ভবনে তালা, ক্লাস বর্জন
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসের একাডেমিক প্রশাসনিক ভবনও তালাবদ্ধ করে রাখেন তারা।
টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া ও আপন মিয়া বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন নানা অনিয়ম দূর্নীতির অভিযোগসহ নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এমন অধ্যক্ষ আমাদের কম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এ সময় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
শিক্ষাঙ্গন/আবির




