বন্ধ চা-বাগান, উদ্বিগ্ন শ্রমিকরা
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আমানত শাহ’র মালিকানাধীন বৈকুণ্ঠপুর চা-বাগান হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাগানের শ্রমিকরা। গত সোমবার মালিকপক্ষের বন্ধ ঘোষণার নোটিশ দেখে বাগানের সাড়ে চার শতাধিক শ্রমিক হতাশ হয়ে পড়েছেন।
জানা গেছে, বাগানের ব্যবস্থাপক শামসুল হক ভূঁইয়ার বাংলোতে হামলা, ভাঙচুর ও তাঁকে জোর করে বের করে দেওয়ার ঘটনার জেরে বাগান বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ।
শ্রমিকরা জানান, বাগান বন্ধের নোটিশ দেখে তারা গভীর উদ্বেগে পড়েন। এ ঘটনায় সোমবার সকালে বাগানের কারখানা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৈকুণ্ঠপুর চা-বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি অনিল ভূমিজের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে বাগান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একটি চা-বাগান লে অফ (বন্ধ) ঘোষণার জন্য যৌক্তিক কারণ থাকা প্রয়োজন। বৈকুণ্ঠপুরে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
চা শ্রমিকদের দাবি, বাগান বন্ধ থাকলে শত শত শ্রমিক পরিবার খাদ্য ও জীবনযাপনে মারাত্মক সংকটে পড়বে। তারা দ্রুত বাগান খুলে দেওয়ার আহ্বান জানান।
এ ব্যাপারে বাগানের উপব্যবস্থাপক মহি উদ্দিন বলেন, শামসুল হক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর ওপর হামলা চালানো হয়েছে এবং বাংলো ভাঙচুর করা হয়েছে। কোনো অভিযোগ থাকলে তা কোম্পানিকে জানানো উচিত ছিল। কোম্পানি বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। ব্যবস্থাপকের ওপর হামলার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় মালিকপক্ষ বাগান চালু রাখা সম্ভব নয় বলে বন্ধ ঘোষণা করেছে। ১০ বছর ধরে বাগানে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে। প্রতি বছর গচ্চা দিয়ে মালিক বাগান চালু রেখেছেন শ্রমিকদের কথা চিন্তা করে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, এ ঘটনায় বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকরা আশা করছেন প্রশাসন ও মালিকপক্ষ দ্রুত আলোচনায় বসে বাগানটি আবার খুলে দেবে। এভাবে বাগান বন্ধ করা ঠিক হয়নি।
সিলেট সংবাদ/আবির





