দেশের মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছি: এম এ মালিক
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
“দেশনেত্রীর নির্দেশেই আমি দেশে এসেছি; এখন দেশের মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছি। দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তা নেই।”
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন—‘দেশে থাকো, দেশের মানুষের সেবা করো।’ তাই আমি তার নির্দেশই পালন করছি।”
২৮ অক্টোবর (মঙ্গলবার) রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এসব কথা বলেন।
এ সময় তিনি স্মৃতিচারণ করে জানান, তাঁর প্রয়াত মায়ের শেষ ইচ্ছা ছিল—মৃত্যুর পর যেন তাঁর মরদেহ নিজ গ্রামে তার বাবার কবরের পাশে যেন দাফন করা হয়, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের তার পাসপোর্ট আটকিয়ে দেওয়ার কারণে তিনি সেই ওয়াদা রাখতে পারেননি।
তিনি বলেন, “আমার সেই কষ্ট থেকেই আজ দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছি।”
“সাগর-রুনির মতো সাংবাদিক হত্যার বিচারহীনতা যাতে আর না ঘটে, সেজন্য আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।”
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের উল্লেখ করে এম এ মালিক বলেন— “দেশ এখন গভীর সংকটে। প্রশাসনে এখনও ষড়যন্ত্রকারী ও বাকশালী মানসিকতার লোক আছে। তাই বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে—এটাই আমাদের চেয়ারম্যানের নির্দেশ।”
তিনি আরও বলেন “আমি এমপি হই বা না হই, এলাকার উন্নয়ন যেন কোনোভাবে ইলিয়াস আলীর চেয়ে কম না হয়—এটা আমার অঙ্গীকার।”
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন “এই ইউনিয়ন আমার নিজের বাড়ি, নিজের এলাকা। যতদিন বেঁচে থাকব, আপনাদের পাশে থাকব।”
তিনি আরও জানান, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা অঞ্চলে উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে।
এম এ মালিক জানান, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে তিনি নিশ্চিত করেছেন বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা অঞ্চলের সব রাস্তা ডিসেম্বরের মধ্যে কার্পেটিং করা হবে, এবং ইতোমধ্যে পাঁচটি রাস্তায় কাজ শুরু হয়েছে।
আগামী শুক্রবার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ বরাদ্দ কার্যক্রম শুরু হবে, যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থেকে অনুমোদন দেবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, ২ নং বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি তজমূল হোসেন জনি, বালাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজু আহমদং লুলু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহাআলম, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল আহমদ তাহিল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল মাহমুদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাজনীতি/হা




