‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণ করছে সৌদি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
৩৫০ মিটার উঁচুতে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ বানাচ্ছে সৌদি আরব। নিওম স্কাই স্টেডিয়াম’ নামের এই স্টেডিয়ামটি থাকবে দ্য লাইন শহরের মধ্যে, মরুভূমির বুকে মাটি থেকে প্রায় ১১৫০ ফুট (৩৫০ মিটার) উঁচুতে। এটি এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এটি উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও বিনোদনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপ উপলক্ষে অন্তত ১০টি বিশ্বমানের স্টেডিয়াম তৈরি বা আধুনিকায়ন করা হচ্ছে। রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা ও মদিনার আশপাশে নির্মিত হবে অত্যাধুনিক স্টেডিয়াম, যেগুলোর কিছু হবে সম্পূর্ণ সৌরশক্তিনির্ভর। ‘গ্রিন স্টেডিয়াম’ ধারণায় তৈরি কিছু মাঠে শীতল রাখার জন্য ব্যবহার করা হবে প্রাকৃতিক প্রযুক্তি ও পুনর্ব্যবহৃত পানি। বেশির ভাগ স্টেডিয়ামের কাজই জোরেশোরে চলছে। ২০২৯ সালের মধ্যে সিংহভাগ স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে।
সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। আয়তনে যুক্তরাজ্যের ৯ গুণ। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত জেদ্দায় বিশ্বকাপের ম্যাচ হবে। মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম এই শহরে দুটি স্টেডিয়ামে খেলা হতে পারে। এই জেদ্দা শহরে দেড় বছর ধরে থাকেন আবু সুফিয়ান। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায়। তিনি জেদ্দায় ভাড়ার ট্যাক্সি চালান। আবু সুফিয়ান বলেন, ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল জেদ্দায় করার জন্য স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য নানা চমক অপেক্ষা করছে।




