বাহুবলে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রশিদপুর চা-বাগান এলাকার পরমেশ সবর (৩৬), রামচরণ দাস(৫৩), সুভাশ ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৩), আকাশ শাওতাল (২১), তাপস কূর্মি (২৮)।
থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রশিদপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন রশিদপুর বাজার থেকে শাহানগর গ্রামের রাস্তার পাশে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১ হাজার ৮৫ টাকা জব্দ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পরমেশ সবর নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা নামলেই ওই এলাকায় জুয়ার আসর বসে। জেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে এই খেলায় অংশ নেন। রাতভর চলে টাকার লেনদেন, যেখানে লাখ লাখ টাকার জুয়ার আসর বসে বলে অভিযোগ রয়েছে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।




