শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৭ অক্টোবর) ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় আজ তাকে আদালতে তোলা হবে।





