জুলাই সনদ নিয়ে যা বলল কানাডা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
জুলাই সনদ গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা নির্ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।কানাডার হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে কানাডা। তারা বাংলাদেশের পাশে আছেন।
কানাডা বাংলাদেশের আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন পুনঃপ্রকাশ করে হাইকমিশনার বলেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও স্বচ্ছ শাসনের দিকনির্দেশক হবে। অজিত সিং বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে এবং কানাডা বাংলাদেশের পাশে রয়েছে। নির্বাচনের মাধ্যমে স্বাধীন, ন্যায়পরায়ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করা হবে।
কানাডীয় হাইকমিশন জানায়, এই সনদে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ যখন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ রূপান্তরের পথে অগ্রসর হচ্ছে তখন কানাডা বাংলাদেশের পাশে আছে।





