যুদ্ধবিরতির মধ্যে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করল ইসরায়েল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
গাজায় যুদ্ধবিরতির আট দিন পর ইসরায়েলি বাহিনীর গোলায় একই পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। গাজা শহরের জেইতুন এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
গাজার সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি বাহিনী একটি ট্যাংক থেকে গুলি চালিয়ে আবু শাবান পরিবারের সদস্যদের বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালায়।
বাসাল বলেন, তাদের সতর্ক করা যেত বা অন্য কোনোভাবে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যা ঘটেছে তা প্রমাণ করে যে দখলদার বাহিনী এখনো রক্তের পিপাসু এবং নিরীহ নাগরিকদের ওপর অপরাধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
হামাস এ ঘটনাকে ‘নরহত্যা’ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, কোনো কারণ ছাড়াই আবু শাবান পরিবারকে টার্গেট করা হয়েছে।





