ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো এই সংস্করণে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এর আগে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অঙ্কনের। এ ছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।





