হংকংয়ের বিপক্ষে শুরুর একাদশে নেই শমিত শোম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
গত পরশু ঢাকায় নেমে কাল জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে একটি সেশন করেছেন শমিত শোম। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে ঢাকায় এসেছেন এই মিডফিল্ডার। ক্লান্তি থাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে শুরুর একাদশে আছেন লিস্টার সিটি তারকা হামজা চৌধুরী।
জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
রক্ষণ : তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ : হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণ : রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।





