সিলেট সদর হাসপাতালে বহিষ্কৃত বাবুর্চির দাপট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আউটডোরে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। হাসপাতালের বাবুর্চি পদে থাকা মাসুক মিয়া ‘সিনিয়র স্টাফ’ পরিচয়ে রোগীদের লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওষুধ নেন এবং প্রতিবাদকারীদের সঙ্গে অসদাচরণ করেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের আউটডোর ভবনের ওষুধ কাউন্টারের সামনে রোগীরা লাইনে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছিলেন। এসময় মাসুক মিয়া নামের ওই ব্যক্তি চারটি স্লিপ হাতে নিয়ে লাইনে না দাঁড়িয়ে সরাসরি কাউন্টারে গিয়ে ওষুধ নিতে চান। উপস্থিত রোগীরা আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের বাবুর্চি মাসুক মিয়া, ওষুধ কাউন্টারে থাকা এমদাদুল ওরফে এনামুলসহ আরও তিন-চারজন ব্যক্তি, যারা নিজেদের হাসপাতালের স্টাফ পরিচয় দেন, রোগীদের ওপর তেড়ে যান ও গালিগালাজ শুরু করেন। এসময় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিচয় জানতে চাইলে, মাসুক মিয়া আবারও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। তাদের হেনস্তারও চেষ্টা করেন। ঘটনার ভিডিওচিত্র সাংবাদিকদের হাতে রয়েছে, যেখানে মাসুক মিয়ার আগ্রাসী আচরণ স্পষ্টভাবে দেখা যায়।
রোগী ও সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন- একজন বাবুর্চি কীভাবে ‘সিনিয়র স্টাফ’ পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারেন? তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘মাসুক মিয়া হাসপাতালের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তিনি গত এক বছর ধরে সাসপেনশনে (সাময়িক বরখাস্ত) আছেন।’





