১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
১০ জনের নিউক্যাসলের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে যাওয়ার পর লিভারপুলের জয় তখন নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায় নিউক্যাসল। তবে যোগ করা সময়ের শেষ দিকে ১৬ বছর বয়সী কিশোর ফরোয়ার্ড রিও এনগুমোয়ার গোলে ম্যাচে জয় ছিনিয়ে আনে ‘অল রেডস’।
নিউক্যাসলের মাঠে সোমবার রাতের ইপিএল ম্যাচটি অল রেডরা জিতেছে ৩-২ গোলে।
ইংল্যান্ড অনূর্ধ্ব–১৭ দলে খেলা এই কিশোর এক লাফে ইতিহাস গড়লেন।
তবে হাল ছাড়েনি স্বাগতিকরা। ৫৭ মিনিটে ব্রুনো গিমারেস ও ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ হাসি হাসে লিভারপুলই। অতিরিক্ত সময়ে এনগুমোয়ার গোল নিউক্যাসল সমর্থকদের স্তব্ধ করে দেয়।
এ নিয়ে টানা ১৭ ম্যাচে লিভারপুলকে হারাতে ব্যর্থ হয়েছে নিউক্যাসল। লিগে লিভারপুলের বিপক্ষে তাদের সর্বশেষ জয় ছিল ২০১৫ সালের ডিসেম্বরে।
ম্যাচ শেষে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক প্রশংসা করলেন নবীন সতীর্থকে, ‘এটা তার জন্য স্বপ্নের অভিষেক। ওর টেকনিক ছিল নিখুঁত। শেষ দিকে আমরা শান্ত থেকে সঠিক সমাধান খুঁজেছি। সেটা এসেছে রিওর (এনগুমোয়া) কাছ থেকেই। আমি তার জন্য ভীষণ খুশি।’