কঠোর অবস্থানে নতুন ডিসি: সিলেটে মঙ্গলবার থেকে ‘চিরুনি অভিযান’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণসিলেটের সাদাপাথর ও জাফলং এলাকায় চলমান অবৈধ পাথর উত্তোলন এবং লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রশাসনের বিশেষ ‘চিরুনি অভিযান’, যা চলবে অব্যাহতভাবে যতদিন না পুরো এলাকা অবৈধ পাথরমুক্ত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—এই অভিযানে অবৈধভাবে উত্তোলিত ও লুকিয়ে রাখা পাথর উদ্ধার, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, এবং উদ্ধারকৃত পাথর প্রকৃত স্থানে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। পর্যটনকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধারে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করবে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানিয়েছেন, “৩ দিনের আল্টিমেটাম শেষ হচ্ছে ২৫ আগস্ট। এর পর যদি কেউ স্বেচ্ছায় পাথর ফেরত না দেন, তাহলে ২৬ আগস্ট থেকে চিরুনি অভিযান শুরু হবে। ইতোমধ্যেই প্রায় ২ লাখ ঘনফুট পাথর জমা পড়েছে।”
তিনি আরও বলেন, “পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নয়—প্রকৃতির ক্ষতি যারা করেছে, সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে।”পরিবেশ ও প্রকৃতিপ্রেমীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সিলেটের প্রকৃতি ও পর্যটনকে রক্ষায় এ ধরনের পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল। তবে এবার যেন কোনোভাবেই অপরাধীরা ছাড় না পায়, সেই বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে।