ধর্মপাশায় পাত্রী দেখতে গিয়ে ধারাম হাওরে নৌকাডুবি, নিখোঁজ ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ণসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কান্দাপাড়া গ্রামের ট্রলার ঘাট হতে কান্দাপাড়া গ্রামের পাত্রের জন্য মহেশপুর গ্রামে পাত্রী দেখতে যাওয়ার সময় হাওরে প্রবল ঢেউয়ের কবলে পরে এবং বাতাসের তীব্রতায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার চালকসহ ৭জন যাত্রীর মধ্যে ঘটকসহ ২জন যাত্রী পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলো ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এ বিয়ের ঘটক শামছুদ্দিন আহমেদ (৫৫), কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত জাহান (৭)।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের ট্রলার ঘাট হতে নৌকাটি চালকসহ ৭জন যাত্রী নিয়ে জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরে পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ও হাওরে থাকা জেলেরা এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে। এ ৫জনের মধ্যে দুজনকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মূমুর্ষূ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্মপাশা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে এ বিয়ের ঘটক শামছুদ্দিন আহমেদ (৫৫), কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত জাহান (৭) পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
এ খবর পেয়ে ধর্মপাশা উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, দমকল বাহিনী (ফায়ার সার্ভিস) সহ ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এছাড়াও বিকাল ৪টার দিকে ময়মনসিংহ দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস) দুইজন ডুবারু সদস্য এসে হাওরের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে ঘটনা ঘটার দীর্ঘ ৮ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই উদ্ধার কাজ সমাপ্ত করে তারা ঘটনা স্থল থেকে চলে আসে। এতে এলাকায় শোকের মাতাম নেমে এসেছে। আল্লাহ তায়ালা তাদের পরিবারকে এ শোক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।