সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৯

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণসিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পৃথক অভিযানে ৯ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বিকেল পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়। এ সময় হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। আটকরা হলেন—হোটেল ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
পরে বিকেল পৌনে পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশ নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে অভিযান চালায়। সেখানে অনৈতিক কাজের অভিযোগে আরও দুই যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। তারা হলেন—মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।
আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পুলিশ জানায়নি। তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
সাম্প্রতিক সময়ে আবাসিক হোটেলগুলোতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবার-পরিজন নিয়ে শহরে চলাচল কিংবা হোটেলে থাকা নিয়ে নাগরিকদের ভেতরে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হচ্ছে। নগরবাসীর দাবি—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কঠোর পদক্ষেপ আরও জোরদার করা জরুরি।