জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ

অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৪:২৩ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ৪নং বাংলাবাজার ও শ্রীপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।
অভিযান চলাকালে ৪নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে উক্ত স্থান থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এরপর শ্রীপুর চা-বাগানের পাশে মজুদ করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪নং বাংলা বাজার এলাকায় গত সপ্তাহে জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট ও আজ জব্দকৃত ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শ্রীপুর চা-বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।
সিলেট/আবির