১৬ দিন ধরে নিখোঁজ নব্বই-ঊর্ধ্ব বয়সী ইরফান আলী

মইনুল হাসান আবির:
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ১:৫২ পূর্বাহ্ণসিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কান্দিগ্রামের বাসিন্দা গত (৭ আগস্ট) ঢাকা গাজীপুর হারিকেন এলাকায় দুুপুর ২:০০ ঘটিকায় স্থানীয় একটি দোকানে চা খেতে গিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি নব্বই-ঊর্ধ্ব বয়সী বৃদ্ধা ইরফান আলী(৯৫)। ১৬ দিন ধরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না তার পরিবার।
নিখোঁজ ইরফান আলীর মেয়ে আনোয়ারা বেগম জানান, সিলেট থেকে ঢাকা গাজীপুর হারিকেন এলাকায় আমার মায়ের সাথে থাকবে বলে কিছুদিন আগে সিলেট থেকে গিয়েছিলেন তিনি। এরপর গত (৭ আগস্ট) দুপুরে বাসা থেকে বাহিরের দোকানে চা খাবে বলে বেরিয়ে গেছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়ার পরও এখন পর্যন্ত উনার কোনো সন্ধান পাওয়া যায়নি, উনি অনেক বয়স্ক একজন মানুষ।
যদি কোন সুহ্নদয়বান ব্যক্তি উনার খোঁজ পান বা দেখে থাকেন ইরফান আলীর সন্ধান পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত ০১৭৫৬-৩৬৮৯৯১ (আনোয়ারা বেগম-ছোট মেয়ে) অথবা, ০১৭৯৮-২৯৯৯৩২ (ফারুক আহমেদ-ছোট ছেলে) নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আনোয়ারা বেগম এর বাবাকে ফিরে পেতে সহযোগিতা করুন।
নিখোঁজ সংবাদ/আবির