এমবাপ্পের গোলে রিয়ালের শুভসূচনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণরিয়াল মাদ্রিদের লা লিগা অভিযান শুরু হলো জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। ম্যাচের একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের স্পট কিক থেকে, দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড।
পুরো ম্যাচে রিয়াল ছিল একচেটিয়া প্রভাব বিস্তারকারী দল। ৭০ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় তারা, যার ৫টি ছিল লক্ষ্যে। ওসাসুনা চেষ্টা করেও লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। প্রতিপক্ষ মূলত রক্ষণাত্মক কৌশলে খেললেও রিয়াল একাধিক সুযোগ তৈরি করে।
গোলরক্ষক এররেরা কয়েকবার দলকে রক্ষা করলেও ৫১তম মিনিটে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেন হুয়ান ক্রুস। সুযোগটি কাজে লাগিয়ে লিড এনে দেন এমবাপ্পে। এরপর আর্দা গিলের ও বুদেমিরের দুটি সুযোগ মিস হলে ব্যবধান বাড়েনি বা সমতায় ফেরাও হয়নি।
শেষ সময়ে ওসাসুনার আবেল ব্রেতোনেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। যোগ করা সময়ে কোনো বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।