সাদাপাথর লুটের মামলায় গ্রেফতার- ৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ১:৫৭ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন– কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), একই গ্রামের কামাল মিয়ার পুত্র আবু সাঈদ (২১), নাজিরেরগাঁওয়ের মৃত মনফর আলীর পুত্র আবুল কালাম (৩২)। এ তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি ক্রাশ করা সাদা পাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় সিলেট কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকার চেকপোস্টে গ্রেফতার করা হয় লাছুখাল গ্রামের শহিদ মিয়ার পুত্র ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫)।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন কুমার কর্মকার পাঁচজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সিলেটসংবাদ/হা