কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে হাজী সোনা মিয়া একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৭:০২ অপরাহ্ণএসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের আনন্দঘন মুহূর্তে, কোম্পানীগঞ্জ হাজী সোনা মিয়া একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)।
এই অসাধারণ ফলাফলের আনন্দকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উৎসাহিত করতে রবিবার (১৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি ১০০% সাফল্য অর্জন করে। মোট পরীক্ষার্থী ১৯ জনের মধ্যে—
GPA-5 পেয়েছে ২ জন
A+ পেয়েছে ১ জন
A পেয়েছে ৭ জন
A- পেয়েছে ৬ জন
B পেয়েছে ২ জন
C গ্রেড পেয়েছে ১ জন।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় চত্বরে সবুজ পরিবেশ গড়ে তোলা ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই তাদের উদ্দেশ্য। এছাড়াও এই প্রতিষ্ঠানটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মানসম্মত পড়ালেখা হলেও এখন পর্যন্ত এমপিও ভুক্ত হয় নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এলাকার নেতৃবৃন্দের প্রতি উক্ত প্রতিষ্ঠানটি সরকারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করেন।
এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আজাদ মিয়া, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মহিবুর রহমান উজ্জ্বল, সুলেমান আহমেদ, জবরুল ইসলাম, সুমাইয়া সিমা, আমিনুর রহমান আজাদ, নতুন জালিয়ার পাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গোলবেদন আক্তার।
আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সহ- ক্রীড়া সম্পাদক শাহিন আলম, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার সাধারণ সম্পাদক ইশতিয়াক মাহমুদ জুয়েল, বিশিষ্ট মুরব্বি মোঃ জয়নাল আবেদীন প্রমূখ ।
বৃক্ষরোপণ শেষে এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করায় (কোছাপ) এর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদেরকে মিষ্টি খাওয়ানো হয়।
এমন উদ্যোগকে এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকরা আন্তরিকভাবে প্রশংসা করেছেন।
শিক্ষা/হা