ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আলোচনা সভা

সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:১৭ অপরাহ্ণফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর প্রতিষ্ঠাবার্ষীকে সামনে রেখে কার্যকরী সদস্যের নিয়ে নগরীর আম্বরখানা লোহারপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ১১ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান নাঈম ও সাধারণ সম্পাদক একরাম হোসেনের যৌথ সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ হোসেন রনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য সজল আহমদ, ওয়াসীম আহমেদ আবির,জাহিদুর রহমান সুমন,বাহার, সদস্য সাকী ও হোসাইন আহমদ প্রমুখ।
আগামী ২৭শে আগস্ট সংগঠন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণকে সামনে রেখে ফ্রী ব্লাড ক্যাম্পিং, বৃক্ষ রোপণ, স্বেচ্ছায় রক্তদান ও উৎসাহিত করণসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সংগঠন।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান ও মানবিক কাজে বিশেষ অবদান স্বরুপ স্বেচ্ছাসেব ও বিভিন্ন সংগঠনদের সম্মাননা প্রদান করা হবে।
সিলেটসংবাদ/হা