নিজ এলাকায় এসে সংবর্ধিত ফুটবলার তানভীর

সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণজাতীয় দলের ট্রায়াল ম্যাচ শেষে নিজ এলাকায় এসে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বেঙ্গল স্পোর্টিং ক্লাবের ফুটবলার সৈয়দ তানভীর আহমদ। মঙ্গলবার রাত ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী ফুল দিয়ে মিছিল সহকারে তানভীরকে মঞ্চে নিয়ে আসা হয়। এরপর অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছানি আহমদ।
সাবেক ফুটবলার নুর উদ্দিনের সভাপতিত্বে ও তরুণ সাংবাদিক সৈয়দ রাসেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি জুনু আহমদ, নুরুল হুদা বাচ্ছু, শাহীন আহমদ, ডা. খালেদ আহমদ, হোসেন আহমদ, কাইয়ুম আলী, স্বাগত বক্তব্য রাখেন আলম আহমদ।
অনুষ্ঠানের শেষে ফুটবলার সৈয়দ তানভীর আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ তানভীর আহমদের পিতা সৈয়দ নামর আলী। তাকেও গ্রামবাসীর পক্ষ থেকে করতালির মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুভূতি ব্যক্ত কালে সৈয়দ তানভীর বলেন, আমি আমার গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ,গ্রামের মানুষ আমাকে এতো ভালোবাসে তা দেখে আমি আবেগাপ্লুত। তিনি সকলের দোয়া চান এবং নিজেকে দেশ ও গ্রামবাসীর জন্য উৎসর্গ করেন।
এর আগে সকাল ১১ টায় বাফুফের ট্রায়াল ম্যাচ সম্পন্ন করে তানভীর সিলেট এয়ারপোর্টে নামেন। সেখান থেকে তার এলাকার তরুনরা মোটরবাইকযোগে শোডাউন দিয়ে তার নিজ বাড়িতে নিয়ে আসেন।
সৈয়দ তানভীর গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের সৈয়দ নামর আলীর ছেলে। তানভীর ১১ বছর বয়সে যুক্তরাজ্য গমন করেন, দীর্ঘ ১৫ বছর পর তিনি দেশে আসার পর তাকে ঘিরে তৈরি হয় উন্মাদনা। বাফুফুতে ট্রায়াল ম্যাচে অংশগ্রহণ করায় স্থানীয়রা তাকে একের পর এক সংবর্ধনা দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।